রাজশাহীতে একদিনে করোনা শনাক্তের হার ৬০.৪৯ শতাংশ


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 24-01-2022

রাজশাহীতে একদিনে করোনা শনাক্তের হার ৬০.৪৯ শতাংশ

রাজশাহীতে ২৪ ঘণ্টায় মোট ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবের নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া যায়। 

সোমবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো রিপোর্টে জানা যায়, রামেক হাসপাতালের ল্যাবে রবিবার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬ জনের পজেটিভ আসে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজেটিভ হয়ে এবং দুইজন উপসর্গ নিয়ে মারা যান। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৫১ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৫ জন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা