কলাপাড়ায় সিপিপি’র নতুন নারী স্বেচ্ছাসেবকদের সরঞ্জাম বিতরণ


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 24-01-2022

কলাপাড়ায় সিপিপি’র নতুন নারী স্বেচ্ছাসেবকদের সরঞ্জাম বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র নতুন নারী স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রত্যেকের মাঝে একটি করে সিপিপি বেস্ট, রেইনকোর্ট, গামবুট, হার্ডহেডসহ ব্যক্তিগত সামগ্রী বিতরণ করা হয়। 

সোমবার সকালে উপজেলা সিপিপি কর্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওইসব নারীদের হাতে এ সরঞ্জাম তুলে দেয় সহকারি পরিচালক সিপিপি কলাপাড়া মো.আসাদ উজ্জামান খান। 

এ সময় ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি সিপিপি টিম লিডার এস এম মোশারফ হোসেন মিন্টু, মো. মহসিন পারভেজ, এস এম সাইফল ইসলাম সোহেল, উপজেলা সিপিপি কর্যালয়ের অফিস সহকারী ওয়ালেজ অপরেটার মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

কলাপাড়া সিপিপি সহকারি পরিচালক মো. আসাদ উজ্জামান খান বলেন, এ উপজেলায় নতুন করে ৭৯০ জন নারী স্বেচ্ছাসেবকদেরকে এ সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। এছাড়া সিপিপি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে টিম লিডারদের মাধ্যমে উপজেলার সকল স্বেচ্ছাসেবককর্মীদের মঝে ক্যাপ বিতরণ করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা