মানিকগঞ্জে মাস্ক ব্যবহারে আগ্রহ নেই


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 22-01-2022

মানিকগঞ্জে মাস্ক ব্যবহারে আগ্রহ নেই

মানিকগঞ্জের হাট-বাজার, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় লোকদের মাঝে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই। বাসে যাত্রী নেওয়া হচ্ছে গাদাগাদি করে।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লোকজন ইচ্ছে মতো চলাফেরা করছে। বাসগুলোতে আগের মতই যাত্রী নেওয়া হচ্ছে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই।

বাস চালকরা জানান, তাদের কেউ অর্ধেক যাত্রী নিয়ে চলার কথা বলেনি। যাত্রীরা মাস্ক না পরলে আমাদের কি করার আছে। সরকার মাস্ক পরার নির্দেশ দিলেও তেমন কেউ মানছেন না।

লিয়াকত হোসেন ও বাবু নামে দুই চাকরিজীবী বলেন, মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে। দুই ডোজ টিকা নেওয়া আছে বলে তারা মাস্ক পরতে অনীহা দেখান। তবে শহর এলাকার ব্যবসায়ী ও সাধারণ লোকের মধ্যে মাস্ক ব্যবহার অনেকটাই বেড়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা