সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিশারীর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 13-01-2022

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিশারীর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারীর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন।

আজ বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাসান সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবুল হাসানাদ, যুগ্ম সম্পাদক মো. স্বপন মিয়া, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, দিশারীর উপদেষ্টা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক  দপ্তর সম্পাদক সাংবাদিক আকরাম হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, দিশারী স্কুলে বস্তির ছেলে-মেয়েদের বিনা বেতনে পড়ানো এটা প্রশংসার দাবিদার। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দিশারী।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা