আফগানিস্তান যুদ্ধ: শেবারগানের কারাগারের বন্দীদের মুক্ত করে দিল তালেবান


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-08-2021

আফগানিস্তান যুদ্ধ: শেবারগানের কারাগারের বন্দীদের মুক্ত করে দিল তালেবান

আফগানিস্তানে তালেবান বলছে, উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানে তারা একটি কারাগার দখল করার পর সব বন্দীদের মুক্ত করে দিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেবারগান শহরে শনিবার তালেবান বিদ্রোহীরা এক আক্রমণ চালানোর পর ওই কারাগারটি থেকে শত শত বন্দী বেরিয়ে আসছে।

তালেবান ইতোমধ্যেই এ শহরটির নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। এটি হচ্ছে গত কিছুদিনে তাদের দখলে চলে যাওয়া দ্বিতীয় শহর।

শুক্রবার তীব্র যুদ্ধের পর তালেবান এই শহরটির সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ দখল করে।

তবে এ অঞ্চলের একজন কাউন্সিল প্রধান বাবুর এশচি বিবিসিকে বলেছেন, তালেবান এখন পুরো শহরটিরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে - শুধুমাত্র সেনাবাহিনীর একটি ঘাঁটি ছাড়া। তবে সেখানেও এখন যুদ্ধ চলছে।

সারা আফগানিস্তানে বিভিন্ন অংশে যখন যুদ্ধ চলছে - তখন নিরাপত্তা বাহিনীর জন্য এটি আরেকটি বড় আঘাত।।

সম্প্রতি মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করার পর থেকেই দেশটির বিভিন্ন অংশে তীব্র যুদ্ধ চালিয়ে তালেবান দ্রুতগতিতে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে।

শুক্রবার তারা নিমরোজ প্রদেশের রাজধানী যারাঞ্জ শহর দখল করে - যা তালেবানের হাতে চলে যাওয়া প্রথম প্রদেশিক রাজধানী।

এছাড়া পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণাঞ্চলীয় লস্কর গাহ এবং কান্দাহারের আরো কিছু শহরের ওপরও চাপ সৃষ্টি করেছে তালেবানের যোদ্ধারা।

শেবারগান শহরটি হচ্ছে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুর রশিদ দোস্তামের একটি শক্ত ঘাঁটি।

তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে তার অনুগত সমর্থকরা।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে এ যুদ্ধে সরকারি বাহিনীকে সহযোগিতা করার জন্য ১৫০ জন লোক শেবারগানে এসেছে। সূত্র: বিবিসি বাংলা


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা