বিরামপুরে জুয়ার আসর থেকে আটক ২১


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 11-01-2022

বিরামপুরে জুয়ার আসর থেকে আটক ২১

দিনাজপুরের বিরামপুরে রাতে বসতঘরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলার অপরাধে ২১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- বিরামপুরের কাটলা ইউপির উত্তর দাউদপুর মাধুপুর গ্রামের মোকছেদ আলী (৫২), বাবুল হোসেন (৫৭), হাকিমুদ্দিন (৫৫), শরিফুল ইসলাম (৪০), মাহাবুর রহমান (৩৪), মোয়াজ্জেম হোসেন (৪৫), আমিনুর ইসলাম (৪৫), মিজানুর রহমান (৪২), মিজানুর রহমান (৪৪), আয়েজ উদ্দীন (৬৫), গোলজার হোসেন (৪৫), নূরনবী (৩৩), গোলাপ হোসেন (৪৫), মশিরুল ইসলাম (৩২), হাফিজুর রহমান (৪৫), পরিমল টুডু (৪৫), বাবলু মোল্লা (৩৩), শরিফুল ইসলাম (৩৫), আবু তাহের (৩৭), আমিনুর রহমান (৩৭) ও শাহিনুর রহমান (২৮)। সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত গভীর রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউপির উত্তর দাউদপুর মাধুপুর গ্রামের আইটেম আলীর বাড়িতে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ওই এলাকার ২১ জুয়াড়িকে আটক করা হয় এবং দুইজন পালিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা