এতো ভালোবাসার দরকার নাই, আমি সত্যিই ক্লান্ত: ফারিয়া


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 11-01-2022

এতো ভালোবাসার দরকার নাই, আমি সত্যিই ক্লান্ত: ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া। নিপুন অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন, মানে বিচ্ছেদ। সংসার জীবনে অতিষ্ট হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার নতুন গুঞ্জন, প্রেম করছেন ফারিয়া।

শোবিজ অঙ্গনে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি নাকি কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন থেকেও ঘুরে এসেছেন। এই গুঞ্জনের সংবাদ প্রকাশের পর থেকে কিছু না বললেও শবনম ফারিয়া এ বিষয়ে মুখ খুলেছেন।

অভিনেত্রী শবনম ফারিয়া। নিপুন অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন, মানে বিচ্ছেদ। সংসার জীবনে অতিষ্ট হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার নতুন গুঞ্জন, প্রেম করছেন ফারিয়া।

শোবিজ অঙ্গনে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি নাকি কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন থেকেও ঘুরে এসেছেন। এই গুঞ্জনের সংবাদ প্রকাশের পর থেকে কিছু না বললেও শবনম ফারিয়া এ বিষয়ে মুখ খুলেছেন।তিনি আরও লিখেছেন, ‘অনেকে বলে, আপু আপনাকে সাংবাদিকরা অনেক ভালোবাসে, তাই এতো নিউজ করে। ভাই বিশ্বাস করেন, আমার এতো ভালোবাসার দরকার নাই, আমি সত্যিই টায়ার্ড (ক্লান্ত)। এবার একটু শান্তিতে থাকতে দেন আমাকে! আপনাদের এসব মনগড়া সংবাদের পর অপ্রয়োজনীয় এতো আলোচনা-সমালোচনা আর ভালো লাগে না! এবার একটু দয়া করেন, আপনাদের ‘সংবাদ আতঙ্ক’ থেকে রেহাই দেন, প্রয়োজনে আমাকে বয়কট করেন; তাও একটু মুক্তি দেন। আমি এবং আমার পরিবার টায়ার্ড। প্লিজ…!’এর আগে ফারিয়ার একটি পোস্টে প্রেমের ইঙ্গিত পাওয়া যায়। শনিবার (৮ জানুয়ারি) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন তিনি। গোলাপি-সবুজ পাড়ের সাদা শাড়ি।মিষ্টি হাসিতে তোলা ছবি দুটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা