নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 11-01-2022

নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে সদ্য সমাপ্ত হওয়া ইউপি নির্বাচনে ভোটের হিসেবে গড়মিল ও প্রিসাইডিং অফিসার কর্তৃক ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার (১০ জানুয়ারি) রাতে তিনি সিরাজগঞ্জ সার্কিট হাউজের সন্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মত-বিনিময় সভায় একথা জানান। 

মেছড়া ইউনিয়নে আলোচিত তেঘরী স:প্রা:বি: কেন্দ্রে ভোটের ফলাফলে গড়মিল ও পরবর্তীতে প্রিজাইডিং অফিসার এশারত আলী কর্তৃক ফলাফল পাল্টে দেওয়ার বিষয়টি অবগত হয়ে পদস্থদের তাৎক্ষনিক তদন্তের নির্দেশ দেন। ওই সময় রাজশাহী বিভাগীয় এবং সিরাজগঞ্জ জেলার ও উপজেলার নির্বাচন দফতরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গত ৬ জানুয়ারী মেছড়া ইউনিয়নে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনিুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তেঘরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার বাগবাটি বিএম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এশারত আলী স্থানীয়দের সামনে এক ধরনের ফলাফল ঘোষণা করেন। সেই ফলাফলের সূত্র ধরে পুরো ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী জাহাঙ্গীর আলম ৩৬৫ ভোটে জিতে যান বলে উল্লেখ করেন। দীর্ঘ প্রায় ৪/৫ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে রির্টানিং অফিসার বরাবর ফলাফলের আরেকটি তালিকা সরবরাহ তিনি করেন। এ বিষয়ে স্বতন্ত্র দু’প্রার্থী জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর দু’টি অভিযোগ দিলে ফলাফল স্থগিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার স্থগিত কেন্দ্রের জন্য ইসি বরাবর পত্র পাঠান অভিযোগকারীরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা