পশ্চিমাঞ্চল রেলওয়ে রানিং স্টাফদের কর্মসূচি প্রত্যাহার


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 11-01-2022

পশ্চিমাঞ্চল রেলওয়ে রানিং স্টাফদের কর্মসূচি প্রত্যাহার

পশ্চিমাঞ্চল রেলওয়ের রানিং স্টাফদের বেতন-ভাতা মঙ্গলবারের (১১ জানুয়ারি) মধ্যে প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেতন-ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় সোমবার (১০ জানুয়ারি) গভীর রাতে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতি তাদের পূর্ব ঘোষিত ট্রেন চালানো বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে রানিং স্টাফ সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, সংবাদ প্রকাশের ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষ সমস্যা নিরসনে নড়েচড়ে বসেন। পশ্চিমাঞ্চল রেলের নবাগত জিএম অসীম কুমার তালুকদার বেতন-ভাতা প্রদানের জন্য রেল ভবনে যোগাযোগ করেন। সোমবার রাতে রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলীর (লোকো) আশিষ কুমার মন্ডল লিখিত বার্তায় মঙ্গলবারের মধ্যে লোকো রানিং স্টাফদের ডিসেম্বরের বেতন ও যাবতীয় ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়ে দেন। সেইসঙ্গে রানিং স্টাফদের কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ কর্মে যোগদানের অনুরোধ জানান। এই অবস্থায় রাতেই রানিং স্টাফরা জরুরি মিটিং করে  তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো) আশিষ কুমার মন্ডল মঙ্গলবার সকালে জানান, রানিং স্টাফদের ডিসেম্বরের বেতন-ভাতা প্রদানের জন্য অন্য কোডের অর্থ ইতোমধ্যেই ট্রান্সফার করেছে। আজ দুপুরের দিকে সকলে টাকা তুলতে পারবেন। এ বিষয়টি গত রাতেই তাদের জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১০ জানুয়ারির মধ্যে বেতন-ভাতা সম্পূর্ণ প্রদান না করা হলে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতি ১১ জানুয়ারি থেকে ট্রেন চালানো বন্ধ করে করে দেওয়ার আলটিমেটাম দেয়। এ সংক্রান্ত সংবাদ সোমবার ইত্তেফাকের অনলাইনে ‘ট্রেন চালানো বন্ধের আলটিমেটাম রেলওয়ে শ্রমিক- কর্মচারীদের’ শিরোনামে প্রকাশিত হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা