উগ্রবাদ প্রতিরোধে জন প্রতিনিধিগণের ভূমিকা শীর্ষক সেমিনার দিনাজপুরে


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 09-01-2022

উগ্রবাদ প্রতিরোধে জন প্রতিনিধিগণের ভূমিকা শীর্ষক সেমিনার দিনাজপুরে

দিনাজপুরে ‘উগ্রবাদ প্রতিরোধে জন প্রতিনিধিগণের ভুমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

রবিবার সকালে পলিটেকনিক ইন্সটিউট অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বারিউল করিম খান।

কাউন্টার টেরোরিজম ইউনিট দিনাজপুরের আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সচীন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাবীব প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা ডিএমপির রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আরাফাত, কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর বাবু কুমার সাহা, দিনাজপুর কোতয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেনসহ বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা