পাঞ্জসিরে আফগান বাহিনী-তালেবান সংঘর্ষ


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 08-01-2022

পাঞ্জসিরে আফগান বাহিনী-তালেবান সংঘর্ষ

আফগানিস্তানের পাঞ্জসির প্রদেশে দেশটির জাতীয় প্রতিরোধ ফ্রন্ট (এনআরএফ) এর সঙ্গে সংঘর্ষ হয়েছে তালেবান গোষ্ঠীর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান গণমাধ্যম স্পুটনিক।

জানা যায়, পাঞ্জসিরের আনাবা জেলায় এনআরএফ উপর হামলাটি করেছে তালেবান।

গত বছরের নভেম্বর এক বিবৃতিতে এনআরএফ জানিয়েছিলো যে, প্রতিদিন তাদের বাহিনীতে নতুন নতুন লোক যগ দিচ্ছে। তাদের সবার লক্ষ্য তালেবানের বিরুদ্ধে লড়াই করা। বিশেষ করে পাঞ্জসির, কাপসিয়া, পারওয়ান, বাদাখসান, বালখ ও বাঘলন প্রদেশের মানুষ যোগ দিচ্ছে এনআরএফ-এ।

সেই বিবৃতির কারণে এনআরএফ এর ওপর হামলা করেছে তালেবান বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়েছি কিনা তা জানা যায়নি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা