প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার আনা সম্ভব হচ্ছে না: শিক্ষামন্ত্রী


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 08-01-2022

প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার আনা সম্ভব হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করে টিকা কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আনা সম্ভব হচ্ছে না।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর ইমপেরিয়াল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই সময় শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। তবে সব শিক্ষার্থীকে অনলাইন যুক্ত করা সম্ভব হয়নি। এজন্য সরকার নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,  আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে। আবার করোনা সংক্রমণ বাড়ছে।  নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষাব্যবস্থা। আমি সবার কাছে আবেদন জানাবো- সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান বা অন্য যে কোনো ধরনের অনুষ্ঠানে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা