সাতক্ষীরায় করোনার উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-08-2021

সাতক্ষীরায় করোনার উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে জেলায় করোনা উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৭২ জন ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

২৪ ঘণ্টায় মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৭৯), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৪৮), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৪) ও সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮১)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ কুদরত-ই-খোদা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জন করোনা পজেটিভ ও ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন ও নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা