একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 06-01-2022

একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী একাধিক মামলার আসামি জাদিদ হোসেনকে (২৬) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই সন্ত্রাসী একই ক্যাম্পের ব্লক-সি/১১ এর বাসিন্দা মুসলিমের ছেলে।

এপিবিএন পুলিশের দাবি গ্রেফতার ওই রোহিঙ্গা সন্ত্রাসী পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭ এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য একাধিক মামলার পলাতক আসামি জাদিদ হোসেনকে গ্রেফতার করতে করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা