রফিক-সাকিবের পর মিরাজ ঢুকলেন সেই ক্লাবে


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 04-01-2022

রফিক-সাকিবের পর মিরাজ ঢুকলেন সেই ক্লাবে

গত ফেব্রুয়ারিতে দেশের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মেহেদি হাসান মিরাজ। নতুন বছরের জানুয়ারিতে এবার তিনি নাম লেখালেন শত উইকেট ও এক হাজার রান করা অলরাউন্ডারদের ক্লাবে।

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ১ হাজার রান ও ১০০ উইকেটের ক্লাবের সদস্য হয়ে গেলেন ২৪ বছর বয়সী এ অফস্পিনিং অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৮৮ বলে ৪৭ রানের কার্যকর এক ইনিংস খেলেন মিরাজ। এই ইনিংসে ৪৩তম রান নেওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে তার ১ হাজার রান পূরণ হয়ে গেছে।

মোহাম্মদ রফিক বাংলাদেশের হয়ে সবার আগে প্রবেশ করেন এই ক্লাবে। তার লেগেছিল ৩৩ ম্যাচ। পরে ২৮ ম্যাচে এটি করে ফেলেন সাকিব আল হাসান। মিরাজের লেগেছে ৩০টি ম্যাচ।

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে ৭৩তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হলেন মিরাজ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা