রাজস্ব ঘাটতিতে হিলি স্থলবন্দর


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 04-01-2022

রাজস্ব ঘাটতিতে হিলি স্থলবন্দর

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দিনাজপুরের হিলি স্থলবন্দর। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৩৮ কোটি টাকা ঘাটতি রয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২২৭ কোটি ৮২ লাখ টাকা। কিন্তু রাজস্ব আদায় হয়েছে ১৮৯ কোটি ২০ লাখ টাকা। বেঁধে দেওয়া রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে ৩৮ কোটি ৬২ লাখ টাকা। 

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা; আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা; সেপ্টেম্বরে আদায় হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা; অক্টোবরে ৩৪ কোটি ৩১ লাখ টাকা; নভেম্বরে ৩২ কোটি ৫৪ লাখ টাকা এবং ২৬ কোটি ৮৯ লাখ টাকা আদায় হয়েছে ডিসেম্বর মাসে। গত ২০২০-২১ অর্থবছরে হিলি কাস্টমসের রাজস্ব আদায় ছিল ৩৯৯ কোটি টাকা। 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, ‘আমরা রাজস্ব বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি নতুন বছরের শুরু থেকে এই বন্দরের রাজস্ব বাড়বে।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা