চকোলেট কিনতে গিয়ে ফিরলেন সাড়ে ৮ কোটি টাকা নিয়ে


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 03-01-2022

চকোলেট কিনতে গিয়ে ফিরলেন সাড়ে ৮ কোটি টাকা নিয়ে

সন্তানদের জন্য চকোলেট কিনতে গিয়ে দশ লাখ ডলার নিয়ে বাড়ি ফিরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক বাবা। চকোলেট কেনার সময় একটি লটারিতে এই পুরষ্কার অর্জন করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, নর্থ চেস্টারফিল্ডের বাসিন্দা ডেনিস উইলোফি স্থানীয় ৭-ইলেভেন দোকানে যান সন্তানদের জন্য চকোলেট দুধ কিনতে। সেখানে তিনি একটি স্ক্যার্চ- অফ লটারি টিকিট কেনেন তিনি।

১০ লাখ ডলারের প্লাটিনাম জ্যাকপটের ওই টিকিটটি জিতে নেয় শীর্ষ পুরস্কার। ডেনিস উইলোফি এই খেলায় শীর্ষ পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তি। ১৬ লাখ ৩২ হাজার টিকিটের মধ্যে এই একটিতেই ১০ লাখ মার্কিন ডলারের পুরষ্কারটি ছিলো। বাংলাদেশি টাকায় যা সাড়ে ৮ কোটি টাকার বেশি।

সিএনএন জানায়, ১০ লাখ ডলার জেতা ভাগ্যবান বাবাকে পুরস্কার নেওয়ার দুইটি উপায় দেওয়া হয়। একটি হলো ৩০ বছর ধরে বার্ষিক কিস্তিতে পুরো ১০ লাখ ডলার নেওয়া। আর অন্যটি হলো একবারে ট্যাক্স কেটে রেখে ৬ লাখ ৪০ হাজার ২০৫ ডলার গ্রহণ। ডেনিস উইলোফি পরের উপায়টি গ্রহণ করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা