প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় নারী ফুটবলাররা


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 03-01-2022

প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় নারী ফুটবলাররা

বিজয়ের মাসেই ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন, প্রধানমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় রয়েছে পুরো দল। অকুণ্ঠ সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান দলের ফুটবলাররা। 

গতকাল রবিবার (২ জানুয়ারি) সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছিল অর্থ মন্ত্রনালয়ের অর্থনীতি সম্পদ বিভাগ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। নারী ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তা, বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন, ‘আমরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনার জন্য চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে এসেছি। আপনার সাথে আমাদের দেখা হয়নি। আমাদের খুব ইচ্ছা আমরা চ্যাম্পিয়নরা আমাদের ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এর সাথে একবার দেখা করবো। নিশ্চয়ই আপনি আমাদের আপনাকে স্ব-শরীরে ধন্যবাদ দেয়ার সুযোগটা করে দিবেন।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা