দীর্ঘ দশ বছর পর চালু হল ধুবড়ীরপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়


ইয়ামিন আরাফাত,কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 01-01-2022

দীর্ঘ দশ বছর পর চালু হল ধুবড়ীরপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

অর্ধনির্মিত ভবন ও স্থানীয় চেয়ারম্যানের অনুমোদনের অভাবে দীর্ঘ দশ বছরেও চালু হয় নি ধুবড়ীরপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন উত্তর রনিখাই ইউনিয়নে অবস্তিত ধুবড়ীরপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ২০১১ সালে প্রয়াত উপজেলা চেয়ারম্যান এম তৈয়বুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শুরুতে বিল্ডিংয়ের কাজ গতিশীল থাকলেও এম তৈয়বুর রহমানের মৃত্যুর পর স্থানীয় সরকারের অবহেলায় থেমে যায় নির্মাণ কাজ। এলাকাবাসীর জোড়ালো আবেদন ও একাধিক বৈঠকেও কর্ণপাত করেননি স্থানীয় সরকার প্রধান ফরিদ উদ্দিন চেয়ারম্যান। দীর্ঘ দিনের অবহেলা, অযত্নে জং ধরে যায় অর্ধনির্মিত ভবনের দেয়ালে দেয়ালে। সম্প্রতি নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার ফয়জুর রহমানের তত্ত্বাবধানে ও ধুবড়ীরপাড় এলাকাবাসীর সহায়তায় আজ (শনিবার) থেকে চালু হয় ধুবড়ীরপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি ও বই বিতরণ কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার ফয়জুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জনাব নজির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালা মিয়া,ওয়ার্ড সদস্য মশাহিদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী নুর উদ্দিন, সার্ভেয়ার গোলাম কিবরিয়া,মুরব্বি কছির মিয়া,ইউছুব আলী মেম্বার,ফজর আলী,মানিক মিয়া প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ। উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানটি ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণি পর্যন্ত চলমান থাকবে। ৫জন শিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত চলবে বিদ্যালয় কার্যক্রম। প্রথম দিনেই ভর্তি সংখ্যা ১০০জন অতিক্রম করেছে। তবে নতুন স্কুল হওয়ায় প্রয়োজনীয় আসবাবপত্রের যথার্থ অভাব রয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা