বৈধ যানবাহন চালকদের নববর্ষের শুভেচ্ছা জানালো বিএমপি


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 01-01-2022

বৈধ যানবাহন চালকদের নববর্ষের শুভেচ্ছা জানালো বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বৈধ কাগজধারী যানবাহন চালকদের লাল গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। 

বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাতের সার্বিক তত্বাবধানে শনিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর আমতলার মোড় ও সদর রোডের কাকলীর মোড় এলাকায় বৈধ কাগজপত্র ধারী যানবাহন চালকদের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন বিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ মো. সেলিম। 

এসময় তিনি বলেন, বরিশালে চলমান যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বৈধ কাগজপত্রধারী যানবাহন চালকদের লাল গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। এর মাধ্যমে নগরবাসীরা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেরা সচেতন হবে এবং অপরকে সচেতন করে তুলবে। যারা হেলমেট পরিধান করে ড্রাইভিং লাইসেন্স সহ বৈধ কাগজ দেখাতে পেরেছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। আর যারা বৈধ কাগজ দেখাতে পারেননি তাদেরকে মামলা দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে। এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টিআই মো. রবিউল ইসলাম, টিআই আ. রহিম, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, টিআই জিয়াউল হক, টিআই আ. করিম, সার্জেন্ট রানা মিয়া, সার্জেন্ট শহিদ সহ পুলিশের অন্যান্য সদস্যরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা