হাতীবান্ধায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ


স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ , আপডেট করা হয়েছে : 01-01-2022

হাতীবান্ধায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় চাকুরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার নামের এক শিক্ষিত বেকার যুবকের টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে।

এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর বিকেলে ভুক্তভোগী আব্দুস সালাম সরকার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম। 

অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে। 

 অভিযোগ লেখা হয়েছে প্রায় ২ বছর আগে আব্দুস সালাম সরকারকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকুরি নিয়ে দিবেন বলে ২ লক্ষ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। এখন পর্যন্ত তার চাকুরি নিয়ে দিতে পারেননি মিরু। চাকুরি বাবদ দেয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় তারিখ দিয়ে টালবাহনা করে আসছে। তাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুস সালাম সরকার।  

লা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ

এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু বলেন, আমি তাকে চিনি না।আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা