সিলেটে করোনার বুস্টার ডোজ টিকা প্রদান শুরু


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 30-12-2021

সিলেটে করোনার বুস্টার ডোজ টিকা প্রদান শুরু

সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ১০টায় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে শুরু হয় বুস্টার ডোজের কার্যক্রম। 

সিলেটে কেবলমাত্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে দেয়া হয় বুস্টার ডোজ। প্রথম দিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত বুস্টার ডোজ নেন প্রায় দু’শ জন। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আপাতত গণহারে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে না। যাদের করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পেরিয়েছে, তাদেরকেই বুস্টার ডোজের বিবেচনায় আনা হচ্ছে। ঢাকায় স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায় থেকে বুস্টার ডোজ প্রদানের জন্য ৬ হাজার ৩৩৩ জনের তালিকা সিলেটে পাঠানো হয়েছে। এ তালিকা ধরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

ডা. জাহিদ জানান, যারা বুস্টার ডোজ নেবেন তারা কেন্দ্রে আসার আগে সুরক্ষা ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা কার্ডটি পুণরায় প্রিন্ট দিয়ে নিয়ে আসতে হবে। নতুন টিকা কার্ডে বুস্টার ডোজ কলাম সংযোজন করা হয়েছে।

সিসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, যাদের টিকা কার্ডে কেন্দ্র সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল উল্লেখ থাকবে, তাদেরকেও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। কারণ, পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্র আপাতত বন্ধ রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা