ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি বিজেপি নেতার


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 29-12-2021

ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি বিজেপি নেতার

সুরাপ্রেমীদের জন্য খুশির খবর দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি সোমু বীররাজু। মাত্র ৭০ রুপির বিনিময়ে মদ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন সোমু বীররাজু।

মঙ্গলবার রাজ্যের বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন বিজেপির এই নেতা। 

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যদি রাজ্যে এক কোটি ভোট পেয়ে জেতে তবেই মিলবে ৭০ রুপির বিনিময়ে মদ।

জনসাধারণের উদ্দেশে বিজেপির এ নেতা বলেন, ‘ভারতীয় জনতা পার্টিকে এক কোটি ভোট দিন। আমরা মাত্র ৭০ রুপিতে মদ সরবরাহ করব। আমাদের যদি আরও রাজস্ব অবশিষ্ট থাকে, তা হলে মাত্র ৫০ রুপিতে মদ বিক্রি করা হবে।’

রাজ্যের ক্ষমতাসীন ওয়াই আর এস কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ এনে আরও তিনি বলেন, রাজ্য সরকার আমজনতার কাছে উচ্চ মূল্যে নিম্নমানের মদ বিক্রি করছে।

সূত্র: আনন্দবাজার।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা