রাজশাহীতে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 28-12-2021

রাজশাহীতে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের নির্বাচনে ভোট চুরি, ভোট পরবর্তীতে সন্ত্রাসের প্রতিবাদ ও ভোট আবারও গণনার দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত পরাজিত প্রার্থী মতিউর রহমান তপন সংবাদ সম্মেলন করেছেন। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন স্থানীয় প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এনিয়ে বারবার অভিযোগ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। আওয়ামী লীগের প্রার্থী হাসানুজ্জামান মধু সরদহ ইউনিয়নের ৭ ও ৮ নম্বর কেন্দ্র দখল করে ফলাফল পরিবর্তন করেছেন। তার পোলিং এজেন্টদের জোর করে ঘোষণার আগেই ফলাফল সিটে স্বাক্ষর করিয়ে নেন প্রিজাইডিং অফিসার।

পরে ফলাফল পাল্টে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও নির্বাচনের ফলাফল প্রকাশের পর ওয়ার্কার্স পার্টির সমর্থকদের এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন মতিউর রহমান তপন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, আশরাফুল হক তোতা, আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা