ঘোড়দৌড় প্রতিযোগিতায় তাসমিনার গলায় জয়ের মালা


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 28-12-2021

ঘোড়দৌড় প্রতিযোগিতায় তাসমিনার গলায় জয়ের মালা

গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে চলেছে কিশোরী তাসমিনা আক্তার (১৪)। তার জয়ের রথকে কেউ থামাতেই পারছে না। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার সময় আয়োজিত প্রতিযোগিতার জয়ের মুকুটিও উঠেছে তার গলায়। 

খেলায় ঘোড়া চালানোসহ বিভিন্ন কলাকৌশল দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে তাসমিনা। 

কিশোরী তাসমিনা আক্তার নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের ওবাইদুল হক মণ্ডলের মেয়ে। সে ধামইরহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মাত্র ৭ বছর বয়স থেকে তাসমিনা আক্তার ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার বিকেলে ইউনিয়নের চকখোপা গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে কিশোরী তাসমিনা আক্তার প্রথম স্থান অর্জন করে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা