করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 27-12-2021

করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যেখানে গতকাল মারা গিয়েছিল চারজন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৩৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেখানে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। যেখানে গতকাল ছিল ১ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন দেশে ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা