কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে লক্ষ্মীপুরের ১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 26-12-2021

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে লক্ষ্মীপুরের ১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সদরের উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৫টি ইউপি’র মধ্যে ৩টি ইউপিতে ইভিএমে এবং অন্যান্য ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে ৭৯ জন চেয়ারম্যান, ১৫৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৪২ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠে ৫ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা