স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না: শিক্ষামন্ত্রী


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 25-12-2021

স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে গত বছর বই উৎসব না হলেও বই বিতরণ হয়েছে। এ বছরও করোনায় স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না। তবে প্রত্যেকটি বিদ্যালয় তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী বছরের প্রথম দিন থেকে বই বিতরণ করবে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলার নিজ বাসভবনে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি কোনো ভুল যেন না থাকে। এরপরও ছাপায় কোনো ভুল থাকলে সেগুলো সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করবো।তিনি আরও বলেন, বিদেশে শীতকালে করোনা বাড়লেও আমাদের দেশে প্রতিবছর মার্চে প্রাদুর্ভাব বৃদ্ধি পায়।  সেই জন্য মার্চ পর্যন্ত আমরা দেখবো করোনা বাড়ে না কমে। এরপর আমরা ক্লাস বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবো।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা