নরেন্দ্র মোদির উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-08-2021

নরেন্দ্র মোদির উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফ সাপোর্ট সমন্বিত ৩০টি  অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আজ  শনিবার বেনাপোলে পৌঁছেছে।

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় গত বৃহস্পতিবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের গাড়িগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো আজ  শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ডঃ নেয়ামুল ইসলাম জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নামে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো খালাশ নেবার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রবিবার বেনাপোল  কাস্টমস কাগজপত্র দাখিল করবে। বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শেষে অ্যাম্বুলেন্সগুলো ওইদিনই ঢাকার উদ্দেশে বেনাপোল ছেড়ে যাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা