কানে হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 23-12-2021

কানে হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

জয়পুরহাটের পাঁচবিবিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে  মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় নাঈম হোসেন হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলী খাসবাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাঈম হোসেন বগুড়ার মাটিডালী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নাঈম কয়েকদিন আগে জয়পুরহাট সদর উপজেলার পারবাট্রাতে বোনের বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার বোনের বাড়ির অদূরে রেল লাইনে বসে মোবাইলে গেম খেলছিল সে। এ সময় ঢাকা  থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা