ভারতে করোনা সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-08-2021

ভারতে করোনা সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ কিছুটা কমেছে। এসময় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। শুক্রবার দৈনিক মৃত্যু নেমেছিল ৫০০-র নিচে। কিন্তু গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গিয়েছেন ৬১৭ জন। আট দিন পর ভারতের দৈনিক মৃত্যু ৬০০ ছাড়িয়েছে। সব মিলিয়ে ভারতে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জনের।

কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের সামান্য কম। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৫৩৯। ভারতে এখন করোনার সঙ্গে লড়ছেন ৪ লাখ ১২ হাজার ১৫৩ জন। 

 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা