জুড়ীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিমের দাফন সম্পন্ন


মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 22-12-2021

জুড়ীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিমের দাফন সম্পন্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কুনা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৬৩) সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাদ আসর ফুলতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে সহকারি কমিশনার (ভুমি) রতন কুমার অধিকারীর উপস্থিতিতে থানার উপ পরিদর্শক মন্নানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে সার্বজনিন কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। এদিকে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরমান আলী, ইউপি সদস্য মাহবুব আলম রওশন, তাজুল ইসলাম, ইমতিয়াজ মারুফ, জামাল উদ্দিন সেলিম প্রমুখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা