গভীর রাতে শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসক


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 22-12-2021

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসক

গভীর রাতে নাটোর রেলওয়ে স্টেশনে হঠাৎ-ই জেলা প্রশাসকের আগমন ঘটে। স্টেশন মাস্টারসহ অন্যান্যরা চঞ্চল ও সতর্ক হয়ে ওঠেন তার আগমনে। না তিনি প্রশাসনিক কোনো কাজে আসেননি, নিয়ে এসেছেন ছিন্নমূল মানুষদের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করতে।

জেলা প্রশাসন সূত্র জানায়, নাটোরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়া ও শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুসহ সব বয়সের মানুষ। শীতার্ত দিন মজুর, দরিদ্র অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন জেলা প্রশাসক।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নাটোর রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় সাড়ে চারশ ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালেহ আল ওয়াদুদ প্রমুখ।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা