ঝিনাইদহে শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 22-12-2021

ঝিনাইদহে শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে রিয়াদ খাঁন (১৫) নামে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কপোতক্ষ নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থী উপজেলার বাগডাঙ্গা গ্রামের সলেমান খাঁনের ছেলে ও বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নে সাইনবোর্ড নামকস্থানে তাদের একটি নিজস্ব রাইচ মিল রয়েছে। প্রতিদিনের ন্যায় অবসর সময়ে মিলে বসে ও মিল বন্ধ করে রাত ৮টার মধ্যে বাড়ি চলে আসে রিয়াদ। কিন্তু মঙ্গলবার রাতে সে বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।

একপর্যায়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী কপোতক্ষ নদে একটি লাশ ভাসতে দেখে। ডান হাতের কব্জি বিছিন্ন ও গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করে সার্কেল অফিসার মোহাইমিনুল ইসলাম জানান, কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে, বিষয়টি এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে তদন্ত চলছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা