গাজীপুরে লরিচাপায় চালকের সহকারীর মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 20-12-2021

গাজীপুরে লরিচাপায় চালকের সহকারীর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের আমতলি এলাকায় বাইপাস সড়কে কন্টেইনার লরির চাকার নিচে চাপা পড়ে চালকের সহকারী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন (২২) ভোলার সদর থানার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ওই লরি চালক ভোলা সদরের বড় সামাইয়া এলাকার আ. গনির ছেলে রহিম (৩৫) সম্পর্কে নিহত ইয়ামিনের ভগ্নিপতি। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লরি চালক রহিম জানান, চট্টগ্রাম থেকে গার্মেন্টসের পণ্যবোঝাই লরি নিয়ে ঢাকা বাইপাস সড়ক হয়ে ঢাকার সাভারে যাচ্ছিল। পথে কাঞ্চন-ভোগড়া সড়কের পূবাইলের আমতলি এলাকায় পৌঁছালে রাস্তায় জ্যাম থাকায় লরি কিছুটা ধীর গতিতে চলছিলো। এসময় ইয়ামিন লরি থেকে নিচে নেমে সকাল সাড়ে আটটার দিকে জ্যাম কিছুটা কমলে লরি সামনের দিকে যাওয়ার পথে ইয়ামিন দৌঁড়ে লরিতে উঠার চেষ্টা করে। সে সময় ইয়ামিন লরি থেকে নিচে পড়ে যায় এবং ওই লরির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এস আই মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনার পর সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা