‘সুরক্ষা’ অ্যাপ আপডেট করতে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে আইসিটি বিভাগ : স্বাস্থ্যমন্ত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 19-12-2021

‘সুরক্ষা’ অ্যাপ আপডেট করতে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে আইসিটি বিভাগ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘কভিড-১৯ টিকার নিবন্ধনের প্লাটফর্ম ‘সুরক্ষা’ অ্যাপ আপডেট করার জন্য আইসিটি বিভাগ ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। আপডেট সম্পন্ন হলেই করোনা টিকার মতো বুস্টার ডোজের জন্য আবেদন করা যাবে। এপর মেসেজ গ্রহণ সাপেক্ষে নিজ কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নেওয়া যাবে।’ 

আজ রবিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক আরও বলেন, ‘আগের মতোই নিয়মিত করোনা টিকা কার্যক্রম চলমান থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যরা সেখানে টিকা পাবেন।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৪ কোটি ৬৩ লাখ ভ্যাকসিন মজুদ আছে। ৩১ মার্চ নাগাদ ১৬ কোটি ৮৫ লাখ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। জুন পর্যন্ত ৩ কোটি ৫৯ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন লাগবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা