রবি মৌসুমে বগুড়ায় বিভিন্ন ফসল চাষে প্রণোদনা পাচ্ছেন কৃষকরা


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 18-12-2021

রবি মৌসুমে বগুড়ায় বিভিন্ন ফসল চাষে প্রণোদনা পাচ্ছেন কৃষকরা

রবি মৌসুমে বগুড়ায় বিভিন্ন ফসলের জন্য ২০২১-২২ অর্থ বছরে প্রায় সাড়ে ৬ কেটি টাকার প্রণোদনা দেয়ার কাজ চলছে। ১ লাখ ৫  হাজার কৃষক এই প্রণোদনার আওতায় এসেছে। এক লাখ ৫ হাজার বিঘার জন্য এই্ প্রণোদনা দেয়া হয়েছে। এক জন কৃষককে এক বিঘার জন্য এই প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক মো. এনামুল হক ।

জেলায় গমে এক বিঘা করে ১০ হাজার কৃষককে (১৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি) ভূট্টায় ১০ হাজার কৃষক (২ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি – ১০ কেজি এমওপি), সরিষার জন ১৩ হাজার কৃষককে ১৩ হাজার বিঘার জন্য (শুধু ১ কেজি বীজ), সূর্যমুখি চাষে ২ হাজার  কৃষককে ৭শ’ গ্রাম বীজ, শীতকালিন পিয়াজে ১ হাজার কৃষককে আধা কেজি বীজ, ৫শ’ জন কৃষককে মসুর ডালের জন্য ৪ কেজি বীজ দেয়া হয়েছে। এ ছাড়া রবি সফল  মুগ ডালের জন ৪ কেজি করে বীজ দেয়া হবে। অর্থের অংকে রবি ফসলের জন্য প্রায় ৩ কোটি ৯৫ লাখ ২৬ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়া ইতোমধ্যে জেলায় ৪৮ হাজার বিঘা হাইব্রিড বোরোর জন্য জন্য ২ কেটি ২১ লাখ ৭৬ হাজার টাকার বীজও সার ও ২০ হাজার জন কৃষককে উফশী বোরোর জন্য  ১ লাখ ১৫ হাজার টাকার সার ও বীজ দেয়ার কাজ সম্পন্ন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাইব্রিড বোরোর এক জন কৃষক পাবে ১০ কেজি বীজ ও একজন কৃষক উফশী বোরোর জন্য পেয়েছে ৫ কেজি করে ডিএপি ২০ কেজি ও  ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি বীজ।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা