হাওয়া মেশিন বিস্ফোরণে মোটরশ্রমিক নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 18-12-2021

হাওয়া মেশিন বিস্ফোরণে মোটরশ্রমিক নিহত

পঞ্চগড়ের ভজনপুর এলাকায় হাওয়া মেশিন বিস্ফোরিত হয়ে এক মোটরশ্রমিক নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত ওই শ্রমিকের নাম মামুন হোসেন (২৮)। তিনি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জাবুরি দুয়ার গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় শনিবার সকালে একটি মোটর যানবাহন মেরামতের কারখানায় একটি ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় নিহত মামুন চাকায় হাওয়া দিচ্ছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। আহত একজনের অবস্থা গুরুতর বলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যজনকে পঞ্চগড়েই চিকিৎসা দেওয়া হচ্ছে । আহতরা হলেন নাজমুল হোসেন (১৬) এবং রবিউল ইসলাম ৩০ ।

তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা