পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-08-2021

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছিল একদল ফিলিস্তিনি। আর এই বিক্ষোভ দমনে সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ইমাদ আলী মোহাম্মদ নামে ৩৮ বছর বয়সী এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হন। 

স্থানীয় সময় শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী বিক্ষোভ দমনে গুলি চালালে ইমাদ আলী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় নাবলুসের হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই এলাকায় বিক্ষোভে দাঙ্গার ঘটনা ঘটলে ইসরায়েলি বাহিনী পাল্টা সাড়া দিয়েছে। একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে এমন খবর আমরা শুনেছি।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বেইতায় আরও ২১ জন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। যাদের অধিকাংশকে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা