‘ডন’ হওয়ার ইচ্ছায় লাখো টাকার চুক্তিতে খুন: পুলিশ


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 17-12-2021

‘ডন’ হওয়ার ইচ্ছায় লাখো টাকার চুক্তিতে খুন: পুলিশ

রাজধানীর মিরপুরের ‘ডন’ হতে চেয়েছিল এক কিশোর। সেই স্বপ্ন পূরণে অপরাধে জড়ায় সে। প্রবাসীর জমি সংক্রান্ত বিরোধ মেটাতে দুই লাখ টাকার চুক্তিতে গত ১২ ডিসেম্বর রাতে শাহাদাত হোসেন হাসিবকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ওই কিশোর ও তার সহযোগীরা।

এ হত্যায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কিশোর গ্যাংয়ের সদস্য তাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই হত্যার সঙ্গে জড়িত আরও চারজ   

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান। 

তিনি বলেন, শাহাদাত হোসেন হাসিব নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রাজধানী ও ঝালকাঠি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, মোফাজ্জল হোসেন মন্ডল (৩০), হুমায়ুন কবির (৬৫), মো. সাদ্দাম (১৬), আল-আমিন আহমদ (১৮) ও অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোর (১৭)।

                                         

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা