ঠাকুরগাঁওয়ে অসহায় ও হতদরিদ্রদের কম্বল দিল বসুন্ধরা


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 17-12-2021

ঠাকুরগাঁওয়ে অসহায় ও হতদরিদ্রদের কম্বল দিল বসুন্ধরা

ঠাকুরগাঁওয়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে দুই হাজার শীতের কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

শুক্রবার দিনব্যাপী ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শীবগঞ্জ রেল স্টেশন, পীরগঞ্জ পৌরসভা, রাণীশংকৈল বালিকা উচ্চ বিদ্যালয় ও বড় বালিয়া আদিবাসী পাড়ার সাওতাল সম্প্রদায়ের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এদিন, কালের কণ্ঠ শুভসংঘ জেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে ৭১’ এর শহীদ পরিবারের ৮০ বছর বয়সি বৃদ্ধা রসমনি বলেন, হামরা ৭১’ যুদ্ধত সবাইকে মারে ফেলছে, অনেক কষ্টে দিন পার করছি, কেউ কিছু দেয় নাই, এইবার হামক কম্বল দিছে বসুন্ধরা।

এ সময় শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও শুভসংঘের তত্ত্বাবধানে এই কম্বল বিতরণ করা হচ্ছে। এর আগে করোনায় আমরা ঠাকুরগাঁওয়ে খাদ্য বিতরণ করেছিলাম। এবার শীতে শীত বস্ত্র কম্বল দিচ্ছি। সাধারণ মানুষের সহযোগিতায় এমন উদ্যেগ আমাদের অব্যাহত থাকবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। সরকারি পাশাপাশি বিত্তবানরা এভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে আর কেউ অবহেলীত থাকবে না। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই অসহায় মানুষের পাশে থাকার জন্য।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথি দাস, কালের কণ্ঠ শুভসংঘের সদস্য আমিনুল ইসলাম, মীর সানোয়ার হোসেন, রাশেদুল আলম লিটন, তাপস কুমার দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, শাহিন শেখ, ওয়াসিম আকরাম, মো. আসাদুজ্জামান, মোছা. তানজিলা আক্তার মিম, তাম্মী শাহরিন দিশা, রিফাত রেজওয়ান সামিন, আকরামুন হোসেন মিলা, মেহেরাব হোসেন, আর্নিকা জাহান ইস্মিতা, জিনিয়া ফাত্তাহ, মালিহা মনজুর মৌমি, তামিম আরা পায়েল, স্নেহা রায়, মো. সাইফুল ইসলাম সাইফ, মো. তানভীর ইসলাম, মো. লিয়ন রানা, এস এম ইসফার, মো. ওয়াসিফ আল মাহী, মো. তানভীর আনজুম হিমেল, মো. মাফি উজ জামান মৃদুল, কারিজ রহমান, এনামুল হক চৌধুরী, ওয়াজিহ তাওসিফ চৌধুরী, মুসা রাখাল, মীর ছানাউর হোসেন ছানু, রাশেদুল ইসলাম লিটন ও তাপস দেবনাথ প্রমুখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা