মেম্বারের পক্ষে নির্বাচন না করায়, মাদ্রাসা শিক্ষকের উপরে হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবি!


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 16-12-2021

মেম্বারের পক্ষে নির্বাচন না করায়, মাদ্রাসা শিক্ষকের উপরে হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবি!

নিজেস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত হওয়া ভোলার দৌলতখান উপজেলাধীন, ৫নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার জামাল কর্তৃক হামলার শিকার হয়েছেন একই এলাকার মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ ইউনুস।

ভুক্তভোগী হাফেজ ইউনুস জানান, সদ্য সমাপ্ত হওয়া উক্ত ইউনিয়নের নির্বাচনে জামাল মেম্বারের পক্ষে নির্বাচন না করায়, নির্বাচন পরবর্তী জামাল মেম্বার আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। জামাল মেম্বারের পক্ষে নির্বাচন না করায়, আমার কাছে প্রথমে ৮ লাখ ও পরবর্তীতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অপারগ হলে, জামাল মেম্বার মাদ্রাসাসহ আমার উপরে দফায় দফায় আক্রমণ করে।

কোনো উপায়ন্তর না পেয়ে গত ৯/১১/২০২১ তারিখে দৌলতখান থানায় আমি একটি লিখিত অভিযোগ করি। থানায় অভিযোগের বিষয় জানতে পেরে গতকাল জামাল মেম্বার আবারও আমার উপরে আক্রমণ করে, আমি এ বিষয়ে পূনরায় থানায় মৌখিকভাবে অভিযোগ করি।

জামাল মেম্বার হুমকি দিয়ে জানায়, দাবীকৃত চাঁদা না দিলে মাদ্রাসা চালাতে দিবেনা এবং আমাকে এলাকায় বসবাস করতে দিবেনা।




উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা