ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 16-12-2021

ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

কিশোরগঞ্জে ইয়াবাসহ এনামুল হক নামের পুলিশের এক এএসআইকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত। স্থানীয় একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল সিদ্ধেশ্বরী রেলগেইট এলাকা থেকে র‌্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল তাকে গ্রেফতার করে। তখন তার কাছ থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, এনামুল হককে মাদকসহ গ্রেফতারের বিষয়টি তাকে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আরও জানান, এনামুল হক দেড় মাস মেডিকেল ছুটি কাটিয়ে কিছুদিন হলো অতিবাসে (শাস্তিমূলক ছুটি) থাকাবস্থায় মাদকসহ গ্রেফতার হলেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, এএসআই এনামুল হক প্রায় দুই মাস আগে মেডিকেল ছুটিতে যান।

এএসআই এনামুল হকের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায় বলে জানা গেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)