যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড


বিশেষ প্রতিনিধি নাহিদা আক্তার পপি , আপডেট করা হয়েছে : 14-12-2021

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

 হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ দণ্ডাদেশ প্রদান করে। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুল খালাস প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে সৈয়দ হেলাল মিয়া (২৪)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর কন্যা লাভলী আক্তারকে বিয়ে করেন সৈয়দ হেলাল মিয়া। বিয়ের কিছুদিন পর ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন। যৌতুকের টাকা না দেয়ায় একই বছর ২৩ সেপ্টেম্বর লাভলীকে নির্যাতন করে হত্যা করে লাশ ফেলে বাড়ি থেকে চলে যান স্বামীসহ আত্মীয়স্বজনরা।

এ ঘটনার পর ২৮ সেপ্টেম্বর নিহত লাভলীর বড়ভাই শাহীন চৌধুরী বাদী হয়ে হেলালসহ ৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বাহুবল থানা পুলিশের তৎকালিন এসআই মহরম আলী তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত রাষ্ট্রপক্ষের ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।  

নারী ও নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম এ তথ্য নিশ্চিত করেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা