কাশ্মিরে ভারতীয় পুলিশের গাড়িতে হামলা, নিহত ২


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 14-12-2021

কাশ্মিরে ভারতীয় পুলিশের গাড়িতে হামলা, নিহত ২

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে ভারতীয় পুলিশের একটি বাসে আগুন দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে ২ পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তিন বিচ্ছিন্নতাবাদী। শ্রীনগরের বাইরে পাঠানচক এলাকার কাছে একটি পুলিশ ক্যাম্পের অদূরেই এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত হন আরও ১৪ জন।

তবে আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা ৩ জন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। ঘটনার পর পরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি অভিযানও শুরু হয়েছে।

এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় এই হামলার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা