পুলিশ ও গরুচোর রাতভর লুকোচুরি, আটক ১


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 14-12-2021

পুলিশ ও গরুচোর রাতভর লুকোচুরি, আটক ১

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাথে গরু চোরের দল রাতভর লুকোচুরি খেলেছে! পুলিশ এক রাস্তায় চেকপোস্ট বসালে তারা অন্য রাস্তায় পালায়। রবিবার রাতভর লুকোচুরির পর পিকআপ ভ্যান, গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ইউসুফ নোয়াখালীর কবিরহাট থানার বড় রামদবপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, ফাঁড়ি পুলিশের একটি দল রবিবার রাত্রিকালীন টহল পরিচালনাকালে জানতে পারে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের গারোচৌ গ্রামের আবুল কাশেমের গোয়াল ঘর থেকে চোরের দল তিনটি গরু চুরি করে পালিয়েছে। এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের চেকপোস্টের বিষয়টি বুঝতে পেয়ে তারা গোমতী নদীর বেড়িবাঁধ দিয়ে পিকআপ ভ্যান যোগে পালিয়ে যায়। পুলিশ কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় নদীর বেড়িবাঁধের উপর পুনরায় অবস্থান নেয়। ভোর পৌনে ৪ টায় গরুভর্তি পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি পুলিশের গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় উল্টে বেড়িবাঁধের নিচে পড়ে যায়। 

পুলিশ এসময় ধাওয়া করে মো. ইউসুফ নামের একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এসময় পিকআপ ভ্যানসহ তিনটি গরু, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা