যেভাবে বিমানবন্দর ছাড়লেন মুরাদ


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 13-12-2021

যেভাবে বিমানবন্দর ছাড়লেন মুরাদ

কানাডা ও দুবাই ঢুকতে না পেরে অবশেষে দেশে ফিরেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের  ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি রবিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মুরাদ হাসানের দেশে ফেরার খবরে বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তাছাড়া বিতর্কিত মুরাদ হাসানকে দেশে না ঢুকতে দেওয়ার দাবিতে বিমানবন্দরের সামনে বিক্ষোভ করেন সাধারণ জনতা।  ঢাকায় নামার পরপরই মুরাদকে প্রথমে ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়। সেখানে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের পর চুপিসারে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তিনি। দেশে ফিরলেও সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে বিমানবন্দর ত্যাগ করেছেন বহুল আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা