বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ গ্রেফতার ১


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 12-12-2021

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ গ্রেফতার ১

বেনাপোলের পুটখালী  সীমান্ত থেকে ১২টি (ওজন ২কেজি ৩শ" ৯৫ গ্রাম) সোনার বারসহ কামরুল হাসান (২১) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই-এলাহি।

আটক কামরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।  লে. কর্নেল মনজুর ই-এলাহি জানান, পাচারকারীরা ভারতে বিপুল পরিমাণ সোনার বার পাচার করছে এমন সংবাদে, খুলনা ২১ বিজিবি অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ তাকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা