পার্বত্যাঞ্চলে অসহায়দের সহায়তায় এক টাকার ভাসমান বাজার


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 12-12-2021

পার্বত্যাঞ্চলে অসহায়দের সহায়তায় এক টাকার ভাসমান বাজার

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার রাঙ্গামাটির বরকল উপজেলার সুভলং বাজার এলাকায় ‘এক মিনিটে এক টাকার বাজার’ আয়োজন করে সেনাবাহিনী।

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে সদর জোনের ব্যবস্থাপনায় কাপ্তাই হ্রদে এক মিনিটে এক টাকার এ ভাসমান বাজারের আয়োজন করা হয়। 

এ বাজার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এ সময় রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল বি এম আশিকুর রহমান ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় দূর পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ নৌকায় করে ভাসমান বাজারে অংশগ্রহণ করেন। তাদের জন্য আগে থেকে কাপ্তাই হ্রদে ভাসমান বাজার সাজিয়ে রাখেন সেনা সদস্যরা। প্রতিটি সাড়িতে রাখা হয় চাল, ডাল তৈল, সুজি, আটা ও লবণসহ নিত্যপণ্য সামগ্রি। ছিল শীতের গরম জামা কাপড়ও। নারী-পুরষ বয়স ভেদে রাখা হয় জামা কাপড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের জন্য রাখা হয় থামি, পুরুষের জন্য লুঙ্গি, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, বাচ্চাদের জন্য ফ্রগ, জুতা, ছাতা ও কম্বল। 

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, দেশের আইন-শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী বিভিন্ন সামাজিক কাজ করছে। পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে ভালো থাকে। করোনাকালে সেনাবাহিনী তাদের নিজেদের রেশন সামগ্রি বাঁচিয়ে পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের এগিয়ে দিয়েছিল। পাহাড়ি পল্লিগুলোর ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তিকালে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা