আগুন লাগা আর কে টাওয়ারের সামনে পোড়া খেলনার স্তূপ


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 11-12-2021

আগুন লাগা আর কে টাওয়ারের সামনে পোড়া খেলনার স্তূপ

রাজধানীর বাংলামোটরে আগুন লাগা আর কে টাওয়ারের সামনে পুড়ে যাওয়া খেলনা সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এদিকে আগুন লাগার কারণ এখনো জানাতে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে আর কে টাওয়ারের ষষ্ঠ তলায় হাবিবা এন্টারপ্রাইজ নামে শিশুদের একটি খেলনার দোকানে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানটির অধিকাংশ পণ্য  পুড়ে যায়। এ সময় দোকানটির তিনজন কর্মচারী দগ্ধ হন। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা- শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাত ৮টা পর সেখানে গিয়ে দেখা যায়- ভবনটির সামনে পুড়ে যাওয়া খেলনা সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। পুরো ভবন অন্ধকার। ভবনের বাইরে মানুষের ভিড়পুড়ে যাওয়া মালামাল পাহারা দিচ্ছিলেন জলিল নামে হাবিবা এন্টারপ্রাইজের একজন কর্মচারী। তিনি ইত্তেফাক অনলাইনকে বলেন, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি দোকানে ছিলাম না। আগুনের খবর পেয়ে দ্রুত আসি।এদিকে আগুনে দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে মামুন নামে একজনের শরীরের ৩৪ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থা মোটামুটি ভালো রয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব।         ।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)